মাগুরা জেলার ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬১, মেম্বার পদে ৪৫৮ ও সংরক্ষিত আসনে ১২৯ জন প্রর্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কৃর্তপক্ষ। এই সময় চার জনের মনোনয়নপত্র বাতিলের কথা জানিয়েছেন তারা।
আরও পড়ুন: ইউপি নির্বাচনের সহিংসতা: মানিকগঞ্জে আ’লীগ নেতার ছেলে গ্রেপ্তার
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী যাচাই বাছাইয়ে যারা বাদ পড়েছেন তারা হলেন- রাঘবদাইড় ইউনিয়নের জাসদের দলীয় প্রার্থী ওহিদুজ্জামান, গোপালগ্রাম ইউপি সদস্য প্রার্থী সানজিদা খাতুন, সাধারণ সদস্য সৌখিন হোসেন ও হাজরাপুর ইউনিয়নের মো. সেলিম রেজা।
বাতিলের বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ওলিউল ইসলাম জানান, এই চারজনের বয়স ২৫ বছর পূর্ণ না হওয়ায় মনোনয়ন বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: বাগেরহাটে ইউপি নির্বাচন: প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
সদরের ১৩ ইউপিতে যাচাই বাছাই শেষে চূড়ান্ত মনোনয়নে চেয়ারম্যান পদে ৬১, সংরক্ষিত সদস্য ১২৯ ও সাধারণ সদস্য ৪৫৮ জন প্রার্থী বৈধতা পেয়েছে।