সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে মা ইলিশ শিকারের দায়ে মেঘনা নদী থেকে ১২ জেলেকে আটক করেছে চাঁদপুর জেলা টাস্কফোর্স টিম।
সোমবার রাত ৩টা থেকে মঙ্গলবার বেলা আড়াইটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়ে জেলে পাঠানো হয়েছে।
জেলা মৎস্য অফিসার আসাদুল বাকী জানান, কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ এনায়েতউল্লাহ’র নেতৃত্বে সদরের আনন্দবাজারে পৃথক অভিযানে ১২ জেলেকে জালসহ আটক করা হয়।
অভিযান চালানো হয় পুরানবাজার রণাগোয়াল থেকে বহরিয়া, আখনের হাট, আলুরবাজার ও হরিণা এলাকা পর্যন্ত। এ সময় অনেক ইঞ্জিনচালিত দ্রুতগতি সম্পন্ন জেলে-নৌকা মেঘনা নদীর সাথে সংযুক্ত খালে ঢুকে পালিয়ে যায়।
অভিযানে জব্দ করা প্রায় আড়াই মণ মা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিলিয়ে দেয়া হয়েছে। সেই সাথে পোড়ানো হয়েছে জব্দকৃত প্রায় ৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল।