কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এ শুক্রবার আগুন লেগে সাতটি ঝুপড়ি ঘর ও একটি শিক্ষাকেন্দ্র পুড়ে গেছে।
কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা নেতা মোহাম্মদ নূর জানান, বিকাল সাড়ে ৪টার দিকে ক্যাম্প-৪ এর একটি ঝুপড়ি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
আরও পড়ুন: কালীগঞ্জে আগুনে পুড়ল ১২ দোকান
উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার এমদাদুল হক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি।
এর আগে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে উখিয়ার কুতুপালং ৫ নং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।