কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালীতে বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় দুই রোহিঙ্গা ‘ইয়াবা কারবারি’ নিহত হয়েছেন।
শনিবার ভোর ৫টার দিকে পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরের বাসিন্দা মো. ছিদ্দিক (৩০) ও মো. শাহাজান (৩৬)।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ বলেন, ‘একদল রোহিঙ্গা চোরাকারবারি মাদকের চালান নিয়ে সীমান্তের নাফনদী পার হয়ে নলবনিয়া পয়েন্টে প্রবেশ করলে বিজিবির তাদের গতিরোধ করার চেষ্টা করে। এ সময় ইয়াবা কারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে বিজিবিও পাল্টা গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে দুই রোহিঙ্গা ইয়াবা কারবারি মারা যায়।’
ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা, একটি দেশীয় একনলা বন্ধুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর বলেন, দুজন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।