কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ মো. তানজিল জানিয়েছেন, বিকাল সাড়ে ৪টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, বলেন তিনি।
কক্সবাজার এবং নোয়াখালীর ভাসানচরে বর্তমানে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছে। তাদের অধিকাংশই ২০১৭ সালের আগস্ট মাসে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে নিজ দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়।
আরও পড়ুন: রাজধানীর বিজেএমসি ভবনে আগুন