মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম থেকে শিকদার গ্রুপের আর এন্ড আর নামে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয় তাকে।
১১টা ১০মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতণের পর অ্যাম্বুলেন্সে বঙ্গবন্ধু শেখ মুবিজ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মেডিসিন বিভাগের ইয়োলো ইউনিটের ২২০ নম্বর কেবিনে ভর্তি করা হয় সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্তীকে। সেখানে ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাতের অধীনে চিকিৎসা গ্রহণ করছেন তিনি।
জানা গেছে, সাংবাদিক বিষ্ণু প্রসাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে আসার ব্যাপারে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় সার্বিক সহযোগিতা করেন। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের পর তার ব্যক্তিগত সহকারী (এপিএস) এইচ এম শাহিন গ্রহণ করেন অসুস্থ এই সাংবাদিককে।
আরও পড়ুন: সাংবাদিক আনাস মারা গেছেন
এদিকে, সকালে সাংবাদিক বিষ্ণু প্রসাদকে হেলিকপ্টারে তুলে দেয়ার সময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিনুজ্জামান শাহিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোচ্ছাবিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুব্রত, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহাসহ, প্রশাসনের কর্মকর্তা ও তার সহকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া, অসুস্থ সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্তীর সাথে তার মা সবিতা রাণী চক্রবর্তী, ভাই শিব কুমার চক্রবর্তী ও ভগ্নিপতি শ্যামল কান্তি সোমদ্দার ঢাকায় গেছেন। তার দ্রুত রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছে তার পরিবার ও সহকর্মী সাংবাদিকরা।
আরও পড়ুন: সুনামগঞ্জে সাংবাদিক নির্যাতন: প্রধান আসামিসহ দুইজন কারাগারে
এর আগে দেশব্যাপী উদ্বোধনের প্রথম দিন গত ৭ ফেব্রুয়ারি জেলার জ্যেষ্ঠ সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্তী বাগেরহাট সদর হাসপাতালে করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। এরপর থেকে তার শরীরে বিভিন্ন উপসর্গ দেখা দেয়। প্রথমে তাকে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা করানো হয়। তাতে সুস্থ না হওয়ায় পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করে বিশেষজ্ঞ চিকিৎসা বোর্ড বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেও তার কোনো রোগ নির্ণয় করতে পারেনি। ধীরে ধীরে তার শরীরিক অবস্থা অবনিতর দিকে যেতে থাকে। ঢাকায় আনার আগ পর্যন্ত বাগেরহাটের স্বাস্থ্য বিভাগের তদারকিতে জেলা শহরের শালতলাস্থ নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করছিলেন সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্তী।
বিএসএমএমইউ’র ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত জানান, সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্তীকে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তার শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দেয়া হয়েছে। উন্নত পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তার রোগ নির্ণয়ের চেষ্টা চলছে।
আরও পড়ুন: অবৈধভাবে মাটি উত্তোলনের খবর সংগ্রহ: ফেনীতে ইউএনবির সাংবাদিককে হত্যার হুমকি