চাঁদপুরের ফরিদগঞ্জে এইচএসসির ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলাকালে নকল সরবরাহ করার সময় মো. আরিফ হোসেন নামে চতুর্থ শ্রেণির এক কর্মচারী হাতেনাতে আটক হয়েছেন।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার।
আরও পড়ুন: সাবেক ওসি ফিরোজ কবির দম্পতির কারাদণ্ড
তিনি জানান, কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী (পিওন) আরিফকে কলেজ গেটে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তার দেহ তল্লাশি করে দুটি উত্তরপত্রসহ প্রশ্নপত্র পাওয়া যায়।
এ অভিযোগে পাবলিক পরীক্ষা বিধি অনুযাইয়ী তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. মনির চৌধুরী এ সংবাদ নিশ্চিত করে ইউএনবিকে জানান, ঘটনাটি খুব দু:খজনক। তিনি গণমাধ্যমকর্মীদের এ বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য অনুরোধ করেন।
আরও পড়ুন: নড়াইলে নকল সরবরাহের অভিযোগে শিক্ষকসহ ৪ জনের কারাদণ্ড