গাইবান্ধায় দ্রুতগামী একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ মে) রাত ১১টার দিকে পলাশবাড়ি উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের ঢোলভাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম কৌশিক ও শ্রাবণ। তাদের বাড়ি উপজেলার বিশ্বপুর ও শ্যামপুর গ্রামে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের ঢোলভাঙ্গা সেতুর ওপর ওঠার পর মোটরসাইকেলের চালক পলাশবাড়িমুখী একটি দ্রুতগামী ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে সেতুর ওপরই ট্রাকের নিচে চলে যায় মোটরসাইকেলটি। এরপটর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুজনই নিহত হন। ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে যান।
পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ ট্রাকটি আটক করে থানায় নিয়ে গেছে বলে জানান।