রাজধানীর ওয়ারীতে গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।
নিহত আনোয়ার নেত্রকোণার কলমাকান্দা উপজেলার রামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় সোহেলের শরীরের ২২ শতাংশ পুড়ে গেছে।
আরও পড়ুন: ঢাকার ওয়ারীতে গ্যাস লাইন লিকেজের আগুনে দদ্ধ একজনের মৃত্যু
গত ১২ জুন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) কর্মচারী সোহেল একই হাসপাতালে মারা যান।
প্রসঙ্গত, গত ৭ জুন (বুধবার) দিবাগত রাত আড়াইটার দিকে ওয়ারীর টিপু সুলতান রোডে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে নিরাপত্তারক্ষী মো. হেলাল (৪০), ১০ শতাংশ শতাংশ দগ্ধ, আব্দুর রশিদ (৬৫) ৭ শতাংশ দগ্ধ এবং মামুন বিল্ডার্সের প্রকল্প পরিদর্শক মামুন (৫০) ৭ শতাংশ দগ্ধ হয়েছেন।