এসময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করার কথা জানালেও তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সাত বস্তায় ১৪ লাখ ইয়াবা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এই চালানটি কক্সবাজারের এ যাবতকালের সর্ববৃহৎ উদ্ধার হওয়া ইয়াবা চালান। প্রতিটি ইয়াবার খুচরা মূল্য ৩০০ টাকা দরে ১৪ লাখ ইয়াবার মূল্য ৪২ কোটি টাকা।
কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ এই ইয়াবার বৃহৎ চালান জব্দ করে।
ঘটনাস্থল থেকে কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের কয়েকটি দলের সমন্বয়ে চালানো এই অভিযানে একটি নৌকা থেকে ইয়াবা ভর্তি সাতটি বস্তা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ২৫ থেকে ৩০ কাট ইয়াবা পাওয়া গেছে। সর্বমোট ১৪ লাখ ইয়াবা হবে প্রাথমিক গণনায় ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, এই চালানের সাথে একটি চক্র জড়িত। এই চক্রের দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।
আরও পড়ুন: টেকনাফে ১৫ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার
ইয়াবা আত্মসাৎ: সীতাকুণ্ড থানার এসআই, কনস্টেবল প্রত্যাহার
টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবার চালান জব্দ
চট্টগ্রামে ১.৪৬ লাখ ইয়াবাসহ তিন যুবক আটক
কৌশলে হাতে ইয়াবা দিয়ে স্ত্রীকে পুলিশে ধরিয়ে দেন স্বামী!
রাজধানীতে ২৭,৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
টেকনাফে ২.৮ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৭ নাগরিক আটক