টেকনাফের নাফ নদীর কাটাবুনিয়া এলাকা থেকে বুধবার ভোর ৪টার দিকে মাদকগুলো জব্দ করা হয়।
টেকনাফ কোস্টগার্ডের স্টেশন ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল জানান, তাদের বাহিনী নিয়মিত টহলকালে কাটাবুনিয়া এলাকায় একটি ট্রলার দেখতে পায়। এ সময় থামার সংকেত উপেক্ষা করে ট্রলারটি চলে যেতে চাইলে কোস্টগার্ড গতিপথ পরিবর্তন করে নৌযানটি ধরতে সক্ষম হয়।
ট্রলারটি পরে তল্লাশি করে পাওয়া দুটি জেরিক্যান কেটে মোট ২৮টি প্যাকেট উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে দুই লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট লুকায়িত ছিল।
এ সময় ইয়াবাপাচার কাজে নিয়োজিত মিয়ানমারের সাত নাগরিককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা নিয়মিতভাবে মিয়ানমার থেকে ইয়াবা এনে বাংলাদেশে পাচার করেন।
লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল আরও বলেন, সাতজনকে অধিকতর জিজ্ঞাসাবাদের পর সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করা হবে।