কক্সবাজারে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৯ মিয়ানমারের নাগরিক ও পাঁচ বাংলাদেশি মানবপাচারকারী চক্রের সদস্যকে আটক করেছে টেকনাফ থানা পুলিশ।
শুক্রবার (২৬ মে) রাত ১১টা ১০ মিনিটের দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার আমিন শরীফের বাড়ি থেকে তাদের আটক করা হয়। ১৯ জনের মধ্যে ছিল ছয়জন নারী, ছয়জন পুরুষ ও সাত শিশু। এর আগে তারা টেকনাফ সীমান্ত দিয়ে এদেশে প্রবেশ করে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ফরিদপুরে ২ জন আটক, ১৩ লাখ টাকার গাঁজা জব্দ
আটক পাঁচ মানবপাচারকারী হলেন- টেকনাফ নাইট্যংপাড়ার সেলিমের ছেলে জাহিদ (৩০), মো. হাশেমের ছেলে জামাল (৩৮), আমিন শরীফের স্ত্রী হাজেরা (৫০) ও বরইতলীর আলী জোহরের ছেলে ইউনুছ (২৪) এবং মোহাম্মদ শাহ’র ছেলে দ্বীন ইসলাম।
ওসি জানান, শুক্রবার রাতে গোপন সংবাদে ভিত্তিতে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড নাইট্যংপাড়ার আমিন শরীফের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ১৯ জন মিয়ানমারের নাগরিককে চিহ্নিত করা হয়।
তিনি আরও বলেন যে এ ঘটনায় জড়িত পাঁচ মানবপাচারকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে জাল রুপি ও নোট তৈরির সরঞ্জাম জব্দ, আটক ১