মৃত আব্দুর রাজ্জাক (৪৫) বগুড়া পৌরসভার আকাশ তারার বাসিন্দা।
তার ভাতিজা আকতারুজ্জামান জানান, আব্দুর রাজ্জাক গত কয়েক দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। ৭ জুলাই তার নমুনা পরীক্ষা করলে বৃহস্পতিবার প্রতিবেদনে করোনা পজেটিভ আসে। এ অবস্থায় রাত ১১টার দিকে তার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। এ নিয়ে মৃতের সংখ্যা হলো ৬৭ জন।
শুক্রবার দুপুরে জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় সরকারি হিসেবে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬০৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৬১৭ জন।