রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন সময় তারা মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
তিনি জানান, মৃত ১৫ জনের মধ্যে সাত জন করোনা শনাক্ত হওয়ার পর মারা যান। বাকিরা নমুনা পরীক্ষার আগে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আর করোনা শনাক্ত সাত জনের মধ্যে রাজশাহীর চার জন, চাঁপাইনবাবগঞ্জের দুই ও নাটোরের একজন।
ডা. সাইফুল জানান, গত ১১দিনে এ পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১০৮ জন। এর মধ্যে ৬৩ জনই মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর এবং বাকিরা উপসর্গ নিয়ে। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৪৩ জন। এর মধ্যে রাজশাহীর ২২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১১, নওগাঁ সাত, নাটোর, পাবনা ও মেহেরপুরে একজন করে। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।
আরও পড়ুন: ফরিদপুরে করোনায় আরো ২ জনের প্রাণহানি
এদিকে, করোনাভাইরাসে সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীতে শুক্রবার থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। ১১ জুন বিকাল ৫টা থেকে ১৭ জুন রাত ১২টা পর্যন্ত রাজশাহী মহানগর এলাকায় সর্বাত্মক কঠোর লকডাউন ঘোষণা করে প্রশাসন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত রাজশাহী সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের জরুরি বৈঠকে এ লকডাউনের সিদ্ধান্ত হয়।
আরও পড়ুন: মতলবের ইউএনও মেয়েসহ করোনায় আক্রান্ত
জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, জেলায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার ও মৃত্যু হার বিশ্লেষণ করে লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়। লকডাউনের সময় গণপরিবহন ও দোকানপাট বন্ধ থাকবে। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ থেকে কোনও যানবাহন প্রবেশ করতে পারবে না, রাজশাহী থেকেও কোনও যানবাহন জেলার বাইরে যাবে না। তবে রোগী ও অন্য জরুরি সেবাদানকারীর ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না।