২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের কোভিড ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে পাঁচ জনের করোনা পজেটিভ ছিল। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আরও পড়ুন: বগুড়ায় করোনায় রেকর্ড সংখ্যক মৃত্যু ৮
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় মারা যাওয়া ছয় জন রাজশাহীর। বাকিদের মধ্যে চাঁপাইনবাগঞ্জের চার, নাটোরের এক ও নওগাঁর তিন জন রয়েছেন। এদের মধ্যে দুইজন আইসিইউতে মারা গেছেন। মৃতরা সাত জন পুরুষ ও সাত জন নারী।
এ নিয়ে চলতি মাসের গত ২৫ দিনে (১ জুন সকাল ৬টা থেকে ২৫ জুন সকাল ৬টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে ২৭৪ জন মারা গেলেন।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৬৫ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৩ জন। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৩৫৭ বেডের বিপরীতে মোট চিকিৎসাধীন রোগী আছেন ৪২৩ জন। বাকিদের মেঝে ও বারান্দায় অতিরিক্ত বেডে রাখার ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: রামেকে করোনায় একদিনের রেকর্ড মৃত্যু ১৮
এর মধ্যে রাজশাহীর ২৮৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬৪, নাটোরের ৩১, নওগাঁর ২৯, পাবনার আট, কুষ্টিয়ার তিন, চুয়াডাঙ্গার দুই, দিনাজপুর ও ঢাকার একজন রয়েছেন। আইউসিইউতে ভর্তি আছেন ২০ জন।