বৃহস্পতিবার প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, রানীশংকৈল উপজেলার ক্ষুদ্রবাঁশবাড়ি গ্রামের বাসিন্দা এ ব্যাংক ম্যানেজার (৫৫) আগের দিন রংপুরে কোভিড-১৯ রোগীদের জন্য নির্ধারিত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ নিয়ে জেলায় পাঁচজন করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন।
এদিকে, জেলা সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার জানান, বৃহস্পতিবার বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক এবং সদর উপজেলার আকচায় বাবা, মা ও ছেলেসহ মোট পাঁচজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
জেলায় এ নিয়ে ৩০৬ জনের করোনা শনাক্ত হলো। তাদের মধ্যে সদর উপজেলায় ১৩০ জন, বালিয়াডাঙ্গীতে ৬২ জন, পীরগঞ্জে ৩৮ জন, হরিপুরে ৪০ জন ও রানীশংকৈল উপজেলায় ৩৬ জন রয়েছেন।
সিভিল সার্জন আরও জানান, আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ২১৬ জন সম্পূর্ণ সুস্থ হয়েছেন।
বৃহস্পতিবার নতুন করে ৪৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ পর্যন্ত জেলা থেকে পাঠানো হয়েছে ৩১৫৩ জনের নমুনা।