ফেনীতে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩৮.৬ শতাংশ আক্রান্ত হয়েছে।
মঙ্গলবার নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ফেনীর ১৫৫টি নমুনা পরীক্ষার ফলাফলে ৫৯ জনের দেহে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ফেনীতে ১৫৫ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১২ জন বিদেশগামী যাত্রী রয়েছে। বাকিদের মধ্যে ফেনী সদর উপজেলায় ১৫, ছাগলনাইয়ায় ১৭, দাগনভূঞায় ৭, সোনাগাজীতে ৭, পরশুরামে ১১, ফুলগাজী ও সেনবাগ উপজেলায় এক জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
মঙ্গলবারের প্রাপ্ত ফলাফলে ৩৮.০৬ শতাংশ করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ফেনী জেনারেল হাসপাতালে ৫ জন আইসোলেশনে ভর্তি রয়েছেন।
ফেনী জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন এসএসআর সোহেল রানা জানান, ফেনীতে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি সবাইকে ভাবিয়ে তুলছে। ইতোমধ্যে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী ও ছাগলনাইয়া উপজেলার এসিল্যান্ড হুমায়রা ইসলাম করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন।
এমতাবস্থায় সবাইকে সতর্ক থেকে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেছেন স্বাস্থ্য বিভাগের এ কর্মকর্তা।
এদিকে ফেনীতে করোনা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার পর্যন্ত ফেনীতে ১৫ হাজার ৯২৮ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৫৬৯ জনের পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ৫৮ জন মারা গেছেন। মঙ্গলবার নতুন করে ৬৫ জনের নমুনা নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাবে প্রেরণ করা হয়েছে।