সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ২৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১১৪ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুনঃ করোনা: খুলনায় একদিনে ১২ জনের মৃত্যু
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ২৫৮ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলার ১৩৪ জন, সুনামগঞ্জে ১৬ জন, হবিগঞ্জে ৪৭ জন, মৌলভীবাজারে ৪৬ জনের করোনা শনাক্ত হয়।
নতুন এই ২৫৮ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৫২০ জনে। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮৬৮ জন। এছাড়া সুনামগঞ্জে দুই হাজার ৯৬৮ জন, হবিগঞ্জে দুই হাজার ৭১৩ জন ও মৌলভীবাজারে দুই হাজার ৯৭১ জনের করোনা সনাক্ত হয়েছে।
আরও পড়ুনঃ বাগেরহাটে করোনায় আরও ৫ মৃত্যু, শনাক্তের হার ৫১ শতাংশ
গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১১৪ জন। এর মধ্যে সিলেটের ৮৬ জন, সুনামগঞ্জে তিনজন ও মৌলভীবাজারে আরও ২৫ জন। এ নিয়ে বিভাগে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ৪৯৬ জনে।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে সিলেট জেলার ৯ জন ও মৌলভীবাজারের আরও ৪ জন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৬৪ জন।
উল্লেখ্য গত বছরের মার্চ থেকে এ বছরের ২৯ জুন পর্যন্ত ১৪ মাসে সিলেট বিভাগে করোনায় ৪৬৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মারা গেছেন সিলেট জেলায়।