বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে পাঁচজন মারা গেছেন। সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত বাগেরহাট ও খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
তাদের মধ্যে বাগেরহাট সদর হাসপাতালে তিনজন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৮৬ জনে দাঁড়াল।
আরও পড়ুনঃ করোনা: খুলনায় একদিনে ১২ জনের মৃত্যু
গেলো ২৪ ঘণ্টায় বাগেরহাটে নতুন করে ১১৬ জন করোনা রোগী হয়েছে। এসময়ে জেলায় ২২৬ জনের নমুনা পরীক্ষা করে ১১৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫১ শতাংশ।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় ২২৬ জনের নমুনা পরীক্ষা করে ১১৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন মারা গেছে। জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ২৯৯ জন। আক্রান্তদের মধ্যে ২ হাজার ২৮৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
আরও পড়ুনঃ ফরিদপুরে করোনায় আরও ৬ মৃত্যু, শনাক্ত ৪৪.৮০ শতাংশ
লকডাউন বাস্তাবায়ন করা গেলে দ্রুত সংক্রমণ কমে আসবে বলে আশাবাদ ব্যাক্ত করেন সিভিল সার্জন।