চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাহাজ (ফিশিং বোট) ডুবির ঘটনায় নিখোঁজ আরও দুই জনের লাশ উদ্ধার হয়েছে। এই নিয়ে সাত জনের লাশ উদ্ধার করা হলো।
শনিবার সকালে কর্ণফুলী নদীর পতেঙ্গা এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
মৃতরা হলেন-ভোলার চরফ্যাশনের দক্ষিণ চর আইসা গ্রামের আবদুল মোতালেব (৬০) ও জাহাজের গ্রিজার প্রদীপ চৌধুরী (৫৫)।
আরও পড়ুন: কর্ণফুলীতে জাহাজডুবি: সীতাকুণ্ডে আরও একজনের লাশ উদ্ধার
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানান, এফভি মাগফেরাত জাহাজ ডুবে আরও ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার চারদিনের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত ১টার দিকে কর্ণফুলী নদীর সি-রিসোর্সেস ডকইয়ার্ড ঘাটে প্রপেলার (পাখা) খুলে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর ২ নম্বর বয়ার সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। দুর্ঘটনার পর জাহাজে থাকা ১৬ জনের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। সাত জন নিখোঁজদের মধ্যে আগে শুক্রবার পর্যন্ত পাঁচ জন এবং শনিবার দু’জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও কোস্টগার্ডদের উদ্ধার টিম।