নড়াইলের কালিয়ার সেই মুক্তিযোদ্ধা এস এম মতিয়ার রহমানের বসতঘর দখল মুক্ত করেছে কালিয়া থানা পুলিশ। শুক্রবার দুপুরে তালা খুলে দখল মুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মতিয়ার রহমান উপজেলার বিলধুড়িয়া গ্রামের মৃত মমিন উদ্দিন শেখের ছেলে।
এর আগে ৩০ মার্চ বিরোধীরা তার বসত ঘরের তালা ভেঙে দখল করে নিলে মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান গত ১০ এপ্রিল ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে বসতঘরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
অভিযোগের বিবরণে জানা যায়, পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে মতিয়ার রহমান দীর্ঘদিন যাবত অসুস্থ্য থাকার সুযোগে প্রতিবেশি মো. শাহাজান শেখ এক খণ্ড জমি নিয়ে তার সঙ্গে বিরোধ সৃষ্টি করে। একজন অসুস্থ্য ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধা হিসেবে তাকে একটি বীর নিবাস উপহার দেওয়া হয়েছে।
সম্প্রতি প্রধানমন্ত্রী বীর নিবাস হস্তান্তর করলে মতিয়ার তার বসতঘরটি তালাবদ্ধ করে স্বপ্নের বীর নিবাসে চলে যান।
৩০ মার্চ বিকাল ৫ টার দিকে শাহাজানের নেতৃত্বে পাঁচ থেকে সাতজন দুর্বৃত্ত মতিয়ারের তালাবদ্ধ বসত ঘরের তালা ভেঙে দখল করে ঘরে থাকা মালামাল লুটে নেয় বলে অভিযোগ করা হয়।
ওই দিনই সন্ধ্যায় তিনি বড়নাল পুলিশ তদন্ত কেন্দ্রের আইসির (ক্যাম্প ইনচার্জ) কাছে দখলদার উচ্ছেদসহ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে ইউএনও’র কাছে অভিযোগ করে। পরে তিনি অভিযোগটি ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়া থানায় পাঠন।
এরপর ১৫ দিন পর শুক্রবার দুপুর ২টার দিকে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হস্তক্ষেপে দখলকৃত বসতঘরটি দখল মুক্ত করে মতিয়ার রহমানের কাছে হস্তান্তর করেন।
মতিয়ার রহমান সন্তোষ প্রকাশ করে বলেছেন, তার বসতঘরটি অবৈধ দখল মুক্ত হওয়ায় তিনি আনন্দিত। ন্যায় বিচার পেয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি ।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার শেখ নজরুল ইসলামসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা প্রশাসনের ভূমিকার প্রশংসা করেছেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেছেন, মুক্তিযোদ্ধার বসতঘর দখলের অভিযোগটি জানতে পেরে উভয় পক্ষকে থানায় ডেকে বসতঘরটি দখল মুক্ত করা হয়েছে। একজন মুক্তিযোদ্ধার সমস্যার সমাধান করতে পেরে তিনি আনন্দিত বলে জানান।
কালিয়ার ইউএনও ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি রুনু সাহা বলেছেন, একজন মুক্তিযোদ্ধাকে আইনি সহায়তা দিয়ে তার অধিকার সংরক্ষণ করাই প্রশাসনের মূললক্ষ্য।
অতি অল্প সময়ের মধ্যে পুলিশ তার সমস্যার সমাধান করায় তিনি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুন: বরিশালে অগ্নিকাণ্ডে ৮ বসতঘর পুড়ে ছাই