বুধবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হয়।
পাসপোর্টের জন্য জমা দেয়া কাগজপত্রে আটক সাদেক হোসেন বাবার নাম মোহাম্মদ হোসাইন ও মায়ের নাম লতিফা বলে উল্লেখ করেন।
জানা যায়, আটক হওয়া রোহিঙ্গা যুবক ভুয়া জাতীয় পরিচয়পত্র করে জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের ইমাম হোসেন নামে এক ব্যক্তির মাধ্যমে কাগজপত্র জমা দিয়ে পাসপোর্ট করতে চেয়েছিলেন। সকালে তার সাক্ষাতকার নেয়ার সময় সন্দেহ হয় পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের। পরে কর্মকর্তাদের জেরার মুখে নিজেকে রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করেন সাদেক।
জিজ্ঞাসাবাদ শেষে ওই রোহিঙ্গা যুবককে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
এ ব্যাপারে কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, পাসপোর্ট দেয়ার সময় সংশ্লিষ্টদের সাক্ষাতকার নেয়া হয়। সাক্ষাতকার নেয়ার সময় ওই যুবকের ভাষা ও আচরণ সন্দেহজনক হলে তাকে জেরা করা হয়। জেরার সময় নিজেকে রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করেন সাদেক।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, রোহিঙ্গা যুবক কোন ক্যাম্প থেকে কিভাবে এসেছেন, তা জানার চেষ্টা করা হচ্ছে।