কিশোরগঞ্জের করিমগঞ্জে বন্ধুর বিয়েতে বেড়াতে গিয়ে হাওরের পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে উপজেলার গুনধর ইউনিয়নের গুন্দর হাওরে এই দুর্ঘটনা ঘটে।
এছাড়া তাদের সঙ্গে থাকা আরেক বন্ধু (বর) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: সুনামগঞ্জে হাওরে ডুবে ৩ ভাইবোনের মৃত্যু
নিহতেরা হলেন- ঢাকার তেজগাঁও নাখালপাড়া মহল্লার কামাল উদ্দিনের ছেলে শরফুদ্দিন রাফু (২৪) এবং একই এলাকার লাল মিয়ার ছেলে লিমন ইসলাম (২৩)।
স্থানীয়রা জানায়, গতকাল সোমবার তৌকিরের বিয়ে ছিল। মঙ্গলবার পাশের গ্রামে তৌকিরের মামাবাড়িতে বৌভাত আয়োজন করা হয়। এদিন দুপুরে ফুটবল খেলেন তারা, এরপর বেলা ১২টার দিকে গুন্দর হাওরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান তিন বন্ধু। স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাফু ও লিমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত তৌকির কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন।
গুনধর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য দীন ইসলাম বলেন, পাশের গ্রামে তৌকিরের বাড়ি, সে তার মামা মানিক মিয়ার বাড়িতে বৌভাত আয়োজন করে। দুপুরে বাড়ির নামায় ফুটবল খেলে গোসল করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।