উপজেলার পদমপুর গ্রামে রবিবার বিকালে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: গলায় ফাঁস দিয়ে ইবি ছাত্রীর ‘আত্মহত্যা’
নিহত সোনিয়া আক্তার ওই গ্রামের কৃষক শরিফুল ইসলামের মেয়ে ও পদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, সোনিয়া এলাকার শিশুদের সাথে বাড়ির অদূরে বনভোজন করতে যেতে চায়। কিন্তু তার মা যেতে বাধা দেন ও বকাঝকা করেন। এতে সোনিয়া অভিমান করে এক পর্যায়ে সবার অগোচরে ঘরের সিলিংয়ের সাথে গলায় ফাঁস দেয়।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ‘আত্মহত্যা’ কেন বাড়ছে
সোনিয়াকে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার মা ঘরে ঢুকে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে মায়ের চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসেন। তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: সাভারে প্রেমে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’
রানীশংকৈল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’