কুমিল্লা, ১৩ অক্টোবর (ইউএনবি)- হোমনা উপজেলায় রবিবার সকালে শ্যালো ইঞ্জিনচালিত একটি অটোরিকশা (ভটভটি) উল্টে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। হোমনা-মেঘনা রোডে এ দুর্ঘটনায় চালকসহ দুজন আহত হয়েছে।
নিহত জুবায়ের আহম্মেদ (১০) উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামের নও মুসলিম দ্বীন ইসলামের ছেলে ও মুন্সিকান্দি আরাবিয়া ইসলামিয়া মাদরাসার নুরানি নূরানী বিভাগের ছাত্র।
আহতরা হলো- একই গ্রামের অলিউল্লাহর ছেলে রাতুল (১০) ও মকবুল হোসেনের ছেলে ভটভটি চালক শাজু মিয়া (৩৫)।
হতাহতের স্বজনদের বরাতে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী জানান, সকালে রাতুল ও জুবায়ের শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি যোগে ছয়ফুল্লাকান্দি থেকে ছিনাইয়া এলাকায় যাচ্ছিল। পথে তাদের বহনকারী ভটভটি হোমনা-মেঘনা রোডে উল্টে গেলে ঘটনাস্থলে জুবায়ের নিহত হয়। এসময় গুরুতর আহত রাতুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও চালক শাজুকে কুমিল্লায় ভর্তি করা হয়।
ওসি জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার আবেদনের প্রেক্ষিতে জুবায়েরের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।