কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন।
মৃতরা হলেন- বরুড়া উপজেলার আইয়ুব আলীর ছেলে মনিরুল ইসলাম (৭২), বুড়িচং উপজেলার রায়পুর গ্রামের আব্দুল লতিফের ছেলে লুতু মেম্বার (৬৫) ও দাউদকান্দি উপজেলার মঞ্জু মিয়ার স্ত্রী বিল্কিস বেগম (৩৪)।
ডা. সাজেদা খাতুন জানান, বর্তমানে করোনা পজেটিভ ও করোনা উপসর্গ নিয়ে ৯৮ জন হাসপাতালে ভর্তি আছেন। এদের মাঝে ৪৩ জন করোনা পজেটিভ ও ৫৫ জনের করোনা উপসর্গ রয়েছে। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিউ) করোনা পজেটিভ নিয়ে পাঁচ ও উপসর্গ নিয়ে ১১ জন ভর্তি আছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুসারে, কুমিল্লায় নতুন করে ৭২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় সর্বমোট ৫ হাজার ২৮০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া জেলায় করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে ১৩৮ জন মারা গেছেন। সুস্থ হয়েছে ৩ হাজার ২২৪ জন।