কুমিল্লায় পৃথক স্থানে অভিযানে চালিয়ে গাঁজা ও ফেনসিডিল জব্দ করা হয়েছে। এসময় তিন জনকে আটকের কথা জানিয়েছে র্যাব। বৃহস্পতিবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজার ও শুক্রবার সকালে আদর্শ সদর উপজেলার আমতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- কামাল হোসেন, ফয়সাল ও পান্না
র্যাব কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাকিব হোসেন জানান, বৃহস্পতিবার রাতে নিয়মিত টহলের সময় চৌদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজার এলাকায় সন্দেহবাজন একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে র্যাব। পরে অটোরিকশাটি তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় কামাল হোসেনকে আটক ও গাঁজা পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়।
আরও পড়ুন: চাঁদপুর লঞ্চঘাটে ফেনসিডিল জব্দ, দম্পতিসহ আটক ৩
এদিকে, শুক্রবার সকালে জেলার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারের ভেতর থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ফয়সাল ও পান্না নামে দুই যুবককে আটক করে র্যাবের সদস্যরা। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে র্যাব জানিয়েছে।