কুমিল্লার মনোহরগঞ্জে ট্রেনের সঙ্গে সিএনজির সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজন দাঁড়িয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় লাকসাম-নোয়াখালী রেললাইনের কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলার তুঘুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মাকছুদুর রহমান (৬৫), হাবিবুর রহমান (৩০), হাবিব মিয়া (২৫) ও মহিফুল বেগম (৩১)।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রেনের সঙ্গে সিএনজির সংঘর্ষে নিহত ৩
স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস সকাল ১০ টার দিকে খিলার তুঘুরিয়া এলাকা অতিক্রম করার সময় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে পাশ্ববর্তী পুকুরে পড়ে।
এসময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত অবস্থায় হাতপাতালে চালক নিহত হয়।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উত্তর হাওলা ইউনিয়নের চেয়ারম্যান এম এ হান্নান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত তিনজন মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা গ্রামের বাসিন্দা। আরেক জনের বাড়ি নাঙ্গলকোট উপজেলায়।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ট্রেনের সঙ্গে সিএনজির সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। পরে হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়।
নিহতদের উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫
কুমিল্লায় বিয়ের আশ্বাসে বাড়ি থেকে বেরিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ৫