কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ট্রেনে কাটা পড়ে মো. সানজিদ (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) গুণবতী রেলস্টেশন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: চকরিয়া ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
সানজিদ উপজেলার গুণবতী ইউনিয়নের কর্তাম গ্রামের বাসিন্দা এবং গুণবতী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, গুণবতী রেলস্টেশনে (৪ নম্বর লেনে) সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে থাকতে দেখে বিপরীত দিকে না দেখেই রেললাইনের ওপর দিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় (স্টেশনের ২ নম্বর লেন) বাংলা এক্সপ্রেসের আরেকটি ট্রেনের মুখে পড়ে সানজিদ ঘটনাস্থলেই মারা যান।
গুণবতী রেলস্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসেন বলেন, সানজিদ নামে এক ছেলে কাটা পড়ে নিহত হওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা লাশ নিয়ে গেছেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু