কুমিল্লায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা দুটি ঘটে।
জেলার চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে একটি সড়ক দুর্ঘটনায় কার্গো ট্রাকের চালক ও সহকারী মারা যান। নিহতদের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ ও চর জব্বারে।
চৌদ্দগ্রাম হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে আসা একটি কার্গো ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের চালক মোহাম্মদ আজিজ (৩১) ও সহকারী শামীম (২৯) গুরুতর আহত হন। তাদের চৌদ্দগ্রাম হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপর দুর্ঘটনায়, জেলার বুড়িচং উপজেলায় আক্তার হোসেন নামে একজন নিহত হন। উপজেলার পাচোরা সিন্দুরিয়া এলাকায় মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে তিনি দুর্ঘটনাস্থলে নিহত হন।
দুর্ঘটনা দুটির ব্যাপারে চৌদ্দগ্রাম ও ময়নামতি হাইওয়ে থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।