কুমিল্লায় যুবদলের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক ছাত্রদল নেতা গুলিবিদ্ধসহ আহত হয়েছেন তিনজন।
গুলিবিদ্ধ ফখরুল ইসলাম তুহিন নগরীর ২২ নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক বলে জানা গেছে।
তুহিন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ উদ্দিন রিয়াদের সমর্থক বলে জানা গেছে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: রূপগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে ও গুলিবিদ্ধ ৮
এ ঘটনায় সোমবার (৩ জুন) দুপুরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় রিয়াদের আরেক সমর্থক কবির হোসেন একটি মামলা দায়ের করেছেন।
কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু বলেন, গত রমজানে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলুর মাথা ফাটিয়ে দেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ উদ্দিন রিয়াদ।
এ ঘটনায় রিয়াদকে দল থেকে বহিষ্কার করা হয়। রবিবার তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর সে কান্দিরপাড়ে আনন্দ মিছিল করছিল। এটি নিয়ে শিবলুর সঙ্গে তার ঝামেলা বাধে। আমরা দেরিতে বিষয়টি জানতে পারি। আগে জানলে ঘটনাটি মিটমাট করে দিতাম।
আরও পড়ুন: গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর অবস্থা আশঙ্কাজনক