কুমিল্লার সদর উপজেলায় স্বামী স্ত্রীকে শ্বাসরোধে হত্যার খবর পাওয়া গেছে। উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর এলাকায় মীর বাড়িতে রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুবর্ণপুর গ্রামের পল্লী চিকিৎসক বিল্লাল হোসেন ও তার স্ত্রী সফুরা বেগম।
আরও পড়ুন: সাংবাদিক মুজাক্কির হত্যা: চেম্বার আদালতে ৩ আসামির জামিন স্থগিত
জানা গেছে, রবিবার রাতে বৃষ্টি চলাকালীন সময় সাত থেকে আটজন দুর্বৃত্ত তাদের ঘরে প্রবেশ করে। এ সময় তাদের হাত পা বেঁধে কিছু প্রয়োজনীয় কাগজপত্রের খোঁজ করে। কাগজপত্র না দেয়ায় তাদের শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় জানতে পারেনি তাদের পরিবার।
এই বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক কমল কৃষ্ণ ধর জানান, শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: সিনহা হত্যা মামলা: দ্বিতীয় দফায় সাক্ষ্যগ্রহণ শুরু
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষ মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।