সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রায় ২০ হাজার ইয়াবা ট্যাবলেট, বিদেশি পিস্তল ও গুলিসহ একজনকে আটক করেছে র্যাব।
আটক মুছা আহম্মেদ ওরফে মুন্না (২৯) কোতোয়ালি থানার ভূবনগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
র্যাব-১১-এর সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, সোমবার রাতে র্যাবের একটি দল নন্দনপুরের বিসমিল্লাহ ফিলিং স্টেশন এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার তল্লাশি করে। এ সময় গাড়িটি থেকে ১৯ হাজার ৬১০ ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মুন্না জানান, দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকার চালানোর আড়ালে তিনি অস্ত্র ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পরিবহন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিলেন। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানায় র্যাব।