কুমিল্লায় করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৮২ জন শনাক্ত হয়েছে। আর করোনায় মৃত্যু হয়েছে পাঁচ জনের।
জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন এই তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: স্বাস্থ্যবিধি না মানলে করোনা নিয়ন্ত্রণে আসবে না: মন্ত্রী
তিনি জানান, শনাক্তদের মধ্যে ৫৭ জনই সিটি করপোরেশন এলাকার। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিন জন পুরুষ ও দুজন নারীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৮ থেকে ৪০ বছর বয়সী তিন জন রয়েছেন। অপর দুজন ৬০ ও ৮৫ বছর বয়সী।
আরও পড়ুন: সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না
জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩০৬ জন। এখন পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪২০ জন।
আরও পড়ুন: লকডাউনের তৃতীয় দিন: আন্তনগর বাস চলছে