কুষ্টিয়া, ১৬ সেপ্টেম্বর (ইউএনবি)- কুষ্টিয়ায় মাদক মামলায় মো. মিল্টন (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মিল্টন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের খোসবার আলীর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৯ এপ্রিল দৌলতপুর উপজেলার বোয়ালিয়া হতে পঁচামাদিয়া সড়কে হেরোইন বিক্রয়কালে মিল্টনকে আটক করা হয়। সে সময় তার দেহ তল্লাশী করলে পলিথিনে মোড়ানো ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় দৌলতপুর থানার উপ পরিদর্শক শরিফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।