কুড়িগ্রামের চিলমারীতে সাঁতরিয়ে শাখা নদীর নালা পার হওয়ার সময় পানিতে ডুবে নুর ইসলাম (৫৫) নামে এক বর্গাচাষির মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ জুন) ঈদের বাজার করতে গিয়ে ব্রহ্মপুত্র নদের শাখা নালা পার হয়ে খেয়াঘাটে যেতে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বাবার ইটের আঘাতে ছেলের মৃত্যু!
পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে চার ঘণ্টা পর তার লাশ উদ্ধার করে।
নিহত ব্যক্তি চিলমারী ইউনিয়নের চর শাখাহাতী গ্রামের মৃত. মোহর মিস্ত্রীর ছেলে।
নিহতের স্বজনরা বলছেন, নিজ বাড়ি থেকে রমনা ইউনিয়নের জোড়গাছ বাজারে ঈদের বাজার করতে রওয়ানা দেন। পথিমধ্যে ব্রহ্মপুত্র নদের শাখা নালা পার হয়ে চর শাখাহাতী খেয়া ঘাটে যেতে গভীর নালার পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।
নিখোঁজ ব্যক্তির সঙ্গে বাবলু মিয়া নামে অপর এক ব্যক্তিও নালার প্রান্তে দাঁড়িয়ে তার ডুবে যাওয়া দেখে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এলেও দীর্ঘ চার ঘণ্টা ধরে খোঁজাখুঁজির পর নুর ইসলামের লাশ উদ্ধার করতে সমর্থ হন।
চিলমারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুরো ঘটনাটি জানতে পারি।
এ ব্যাপারে চিলমারী ফারার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত) খবিরুল ইসলাম জানান, ঘটনাটি আমাদেরকে কেউ জানাননি। এইমাত্র সাংবাদিকদের মাধ্যমে জানতে পারলাম।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু