কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের ব্র্যাক অফিসের গেটের সামনে এই দুর্ঘটনায় অটোরিকশার এক যাত্রীও আহত হন।
আরও পড়ুন: পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
নিহত চালক সাইফুল ইসলাম (৫০) পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ গ্রামের মৃত পনির উদ্দিনের ছেলে।
আহত ব্যক্তির নাম মনিকা। তার পুরো পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ভুরুঙ্গামারীগামী একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে চালক অটোরিকশা থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আলিম পরীক্ষার্থী নিহত
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান,অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের উপস্থিতিতে সুরতহাল করে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। নিহতের পরিবার ক্ষতিপূরণ বা কোন ধরনের আইনি সহায়তার জন্য অভিযোগ করলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।