কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে বিরানব্বই হাজার জাল টাকা জব্দ করা হয়। এসময় জাল টাকা সরবরাহ কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার দুপুরে র্যাব-১০ এর গণমাধ্যম শাখার পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মিরাজ সরদার (৩৮), সুমন (৩৫) ও নুর জামাল (৩৪)
আরও পড়ুন:কেরানীগঞ্জে গ্যাসের চুলা বিস্ফোরণে এক পরিবারের ৬ জন দগ্ধ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে এক হাজার টাকা সমমূল্যের ৪৭টি নোট ও পাঁচশত টাকা সমমূল্যের ৯০টি জাল নোটসহ মোট বিরানব্বই হাজার জাল টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছে যে তারা জাল টাকা সরবরাহকারীর দলের সক্রিয় সদস্য। তারা কেরানীগঞ্জের আশেপাশের এলাকায় জাল নোট সরবরাহ করেছে।
শনিবার গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন:কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে ১৫ কোটি টাকার মালামাল পুড়ে ছাই