নরসিংদীতে কোটা সংস্কার আন্দোলনের সময় আহত হওয়া কৃষক আবদুর রহমান (৪৪) মারা গেছেন।
ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সোয়া ৭টার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।
আরও পড়ুন: বরিশালে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ১৫, আটক ১০
নরসিংদী সদর উপজেলার দক্ষিণ চোগা গ্রামের কৃষক আবদুর রহমান। এছাড়া তিনি সহকারী কাজী হিসেবেও কাজ করতেন।
গত ২০ জুলাই নরসিংদীর পাঁচদোনা মোড়ে সংঘর্ষে আহত হলে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
তার শ্যালক আবুল বাশার জানান, তার পেছনে গুলি লেগেছিল।
বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এর আগে রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছিলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় ১৫০ জন নিহত হয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিহতদের মধ্যে ছাত্র, সমাজকর্মী, পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগ নেতা ও বিভিন্ন পেশার মানুষ রয়েছেন।
আরও পড়ুন: 'মার্চ ফর জাস্টিস': যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ