ঝিনাইদহে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে।
ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে মঙ্গলবার (১৬ জুলাই) এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কোটা আন্দোলন: সংঘর্ষের জেরে ৩ বিভাগীয় শহরসহ বগুড়ায় বিজিবি মোতায়েন
প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে সকালে বিক্ষোভ মিছিল করার জন্য শহরের উজির আলী স্কুল মাঠে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। এসময় শহরের পায়রা চত্বর এলাকা থেকে ছাত্রলীগের একটি মিছিল লাঠিসোটা নিয়ে পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
হামলায় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে ওই এলাকার থমথমে অবস্থা বিরাজ করছে।
আরও পড়ুন: কোটা আন্দোলন: ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ