এ অবস্থায় বগুড়া জেলার শেরপুর উপজেলার বিভিন্ন স্থানে সোমবার কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য মাস্ক বিতরণ করা হয়।
এছাড়া স্বাস্থ্যবিধি মেনে না চলায় মোবাইল কোর্টে ২টি মামলায় ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শেরপুরের সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন।
এদিকে আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধকল্পে বাজারদর মনিটরিং এবং মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিতকরণে শেরপুর বারোদুয়ারী হাটে বেলা সাড়ে ১১টা থেকে 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯' অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি মামলায় ৫০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ভোক্তার অধিকার নিশ্চিতকরণে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
আরও পড়ুন: দেশে করোনায় আরও ৩০ মৃত্যু, শনাক্ত ৩ হাজারের কাছাকাছি
দেশে ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত আরও বেড়েছে বলে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৭২০ জনে দাঁড়িয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮০৯ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৭৩ হাজার ৬৮৭ জনে পৌঁছেছে।
এর আগে রবিবার অধিদপ্তর জানায়, আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২২ জনের মৃত্যু এবং ২ হাজার ১৭২ জন আক্রান্ত হয়েছেন।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২১৯টি পরীক্ষাগারে ২৬ হাজার ১টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ২৫ হাজার ১১১টি নমুনা। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১.১৯ শতাংশ।
এর আগে রবিবার ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১০.২৯ শতাংশ।
আরও পড়ুন: বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন স্থগিতের কোনো পরিকল্পনা নেই: স্বাস্থ্য সচিব