সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- স্মৃতি আক্তার (২৫) ও তার ছেলে আব্দুল্লাহ (৭)।
এছাড়া স্মৃতি আক্তারের স্বামী দেলোয়ার হোসেন এবং ওই অটোরিকশার চালক আহত হয়েছেন।
আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত
রবিবার (৩০ জুন) বিকাল ৪টার দিকে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের খাগাইলে পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্মৃতি আক্তার নরসিংদী সদর থানা এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী এবং তাদের ৭ বছরের শিশুছেলে আব্দুল্লাহ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, দেলোয়ার হোসেন স্ত্রী স্মৃতি আক্তার ও ছেলেকে নিয়ে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জস্থ পর্যটন স্পট সাদাপাথর বেড়াতে যান। সেখান থেকে অটোরিকশা করে ফেরার পথে খাগাইল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্মৃতি ও তার ছেলে আব্দুল্লাহ মারা যান। আহত হন দেলোয়ার ও অটোরিকশাচালক। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।