খাগড়াছড়িতে পাঁচটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। শুক্রবার তিনটি ও বৃহস্পতিবার দুটি ইটভাটা গুঁড়িয়ে দেয় পরিবেশ অধিদপ্তর।
জানা যায়, শুক্রবার রামগড় উপজেলায় দুটি ও গুইমারা উপজেলায় একটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় এবং ইটভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়।
আরও পড়ুন: সাভারে ৭টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন জানান, হাইকোর্ট তিন পার্বত্য জেলায় সব ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন। সে মোতাবেক ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে।
ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ৬ সপ্তাহের মধ্যে পার্বত্য তিন জেলার ইটভাটা ধ্বংসের নির্দেশ হাইকোর্টের