নিহত মাওশ্রিজিতা দেওয়ান (৩২) খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদরাসার বাংলা প্রভাষক।
সোমবার রাত আনুমানিক ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: কেরানীগঞ্জে মার্কেটে আগুন
আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিসের উপপরিচালক দিদারুল আলম বলেন, ‘একটি আগুনে পোড়া মরদেহ পেয়েছি। তবে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।’
নিহতের বাবা জানান, ঘটনার সময় তিনি বাইরে ছিল। আগুন ছড়িয়ে যাওয়ায় মাওশ্রিজিতা বের হতে পারেননি। দুই বোন এক ভাইয়ের মধ্যে মাওশ্রিজিতা দেওয়ান দ্বিতীয়।
আরও পড়ুন: বাঁশখালীতে আগুনে পুড়ে দোকান কর্মচারীর মৃত্যু
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।
গাঁজা খেত পুড়িয়ে ধ্বংস
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি সেনা জোনের আওতাধীন খিরাম সেনা ক্যাম্পের নিকটবর্তী ফটিকছড়িমুখ ফিরতি পাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় আট শতক জমির চাষকৃত গাঁজা গাছ ধ্বংস করেছে যৌথবাহিনী। তবে এ ঘটনার সাথে সম্পৃক্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
আরও পড়ুন: যশোরে অন্তঃসত্ত্বা স্ত্রী আগুনে পুড়ে নিহত, দগ্ধ অবস্থায় স্বামী আটক
ধারণা করা হয়ে যে দুর্গম পাহাড়ি এলাকায় এসব অবৈধ গাঁজা চাষাবাদ সশস্ত্র সন্ত্রাসীদের অর্থের অন্যতম উৎস হিসেবে ব্যবহৃত হয়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে চাষের সাথে জড়িতরা উক্ত এলাকা থেকে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে গাঁজা চাষিদের আটক করা না গেলেও তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। যৌথবাহিনীর সদস্যরা জব্দকৃত গাঁজা ঘটনাস্থলে পুড়িয়ে ধ্বংস করে ফেলেন।
আরও পড়ুন: নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
দুর্গম এলাকায় গাঁজার চাষ বন্ধ করতে যৌথবাহিনীর চলমান অভিযান আরও জোড়দার করা হয়েছে। পাহাড়ে স্থিতিশীলতা বজায় রাখতে এসব বিশেষ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন জনগণ।
আরও পড়ুন: গাজীপুরে জুতার কারখানায় আগুনে পুড়ে নারী শ্রমিকের মৃত্যু