নিহত মোর্শেদা বেগম (৪৫) ওই এলাকার বাসিন্দা আব্দুল মালেকের স্ত্রী।
উপজেলার বাবুছড়া বাজারের কাছে অবস্থিত গুচ্ছগ্রামে শুক্রবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন মোর্শেদার ছেলে আহাদ (১০)।
দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, রাতে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা গুচ্ছগ্রামের বাসিন্দা মালেকের বাড়ি লক্ষ্য করে ব্রাশফায়ার করে। তাতে মালেকের স্ত্রী মোর্শেদা গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহাদকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে, বন্দুকধারীরা ফিরে যাওয়ার সময় একই গ্রামের আবুল হোসেনের বাড়িতেও গুলিবর্ষণ করে। তবে তাতে কেউ হতাহত হয়নি।
কে বা কারা এ হামলার সাথে জড়িত তা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ। তারা ঘটনাস্থল থেকে অর্ধ শতাধিক গুলির খোসা উদ্বার করেছে।
মালেক বাবুছড়া ভূমি রক্ষা কমিটির সভাপতি। তার অভিযোগ, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসিত) সন্ত্রাসীরা তার বাড়িতে গুলি চালিয়েছে।