খুলনা মহানগরীর আড়ংঘাটায় প্রাইভেটকারের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনার সময় সে সাইকেলে ছিল। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে চিংড়িখালী-তেলিগাতীর মাঝামাঝি বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।
কাগজী রাহাত (১৪) খানজাহান আলী থানার শিরোমনি পূর্বপাড়ার ইকবাল হোসেনের ছেলে।
আরও পড়ুন: সাভারে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ২
পুলিশ জানায়, রাহাত ও মো. আমির হামজা (৪৫) নামে একজন সাইকেল যোগে আফিল গেটের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে ছুটে আসা দ্রুতগামীর একটি প্রাইভেটকার তাদের সাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে দু’জনই রাস্তায় পড়ে মারাত্মকভাবে আহত হন।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহায়তায় তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
সেখানে আমির হামজাকে সার্জারি (১) বিভাগের ৯/১০ ওয়ার্ডে ভর্তি করা হয়।
আর জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৮টার দিকে রাহাতকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, বর্তমানে রাহাতের লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরে আছে।
এছাড়া আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আড়ংঘাটা থানার উপপরিদর্শক (এসআই) দিপক মন্ডল জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মারা যান রাহাত আর আমির হামজা গুরুতর আহত হন। আড়ংঘাটা পুলিশ ও ফায়ারসার্ভিসের সদস্যরা তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, রাহাতের লাশ মর্গে আছে। আহত ব্যক্তিকে চিকিৎসার দেয়া হয়েছে। এরইমধ্যে পুলিশ প্রাইভেটকারটি আটক করেছে।
আরও পড়ুন: সিলেটে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত