মৃতরা হলেন- দিঘলিয়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সারোয়ার খান (৫৮)। তার বাড়ি বরিশাল জেলার আগৈলঝরা উপজেলায়। অপরজন হলেন সুন্দরবন আবাসিক প্রকল্প অ্যান্ড বিল্ডার্সের চেয়ারম্যান ইমাম হাসান চৌধুরী বাচ্চু (৫৫)। তিনি
নগরীর রায়েরমহলের সৈয়দ আলতাফ হোসেনের ছেলে।
দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর দাশ জানান, সকালে খুলনা সদর হাসপাতালের ফ্লু কর্নারে চিকিৎসাধীন অবস্থায় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সারোয়ার খান মারা যান।
মৃত সারোয়ার খানের ছেলে কেএম সাদিক হাসান সানি জানান, গত ৪ জুলাই তার বাবা গোলাম সারোয়ার খানের করোনা পজিটিভ আসে। সোমবার সকাল ৬টায় খুলনা সদর হাসপাতালের ফ্লু কর্নারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, করোনার উপসর্গ নিয়ে বেলা ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সুন্দরবন আবাসিক প্রকল্প অ্যান্ড বিল্ডার্সের চেয়ারম্যান ইমাম হাসান চৌধুরী বাচ্চুর মৃত্যু হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও ফ্লু কর্নারের মুখপাত্র ডা. ফরিদ উদ্দিন আহমেদ জানান, সর্দি, জ্বরসহ করোনার উপসর্গ নিয়ে ইমাম হাসান চৌধুরী বাচ্চু খুমেকের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।