তারা হলেন লবণচরার বাঙ্গালীগলির দক্ষিণ মোল্লাপাড়ার মো. বদি মোল্লার ছেলে মো. বাপ্পী মোল্লা (২৩), মোল্লাপাড়া মসজিদ গলির মো. আজারুল ইসলাম আজুর ছেলে মো. তরিকুল ইসলাম তারেক (২২) এবং মহিরবাড়ী ছোট খালপাড় এলাকার আশিকুর রহমান নিরুর ছেলে মো. নাইমুর রহমান আকাশ (১৯)।
আরও পড়ুন: গাইবান্ধায় পুলিশের গাড়িতে আগুন-হামলা: দুই মামলা দায়ের, গ্রেপ্তার ৫
তারা মামলার মূল আসামি দুলাল তালুকদারের সাথে যোগসাজসে এ ঘটনা ঘটিয়েছেন বলে র্যাবের কাছে স্বীকার করেছেন।
সোমবার র্যাব-৬ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রবিবার রাতে লবণচরার আশিবিঘা এলাকা থেকে তিনজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রীকে ‘ধর্ষণ’: ওষুধ কোম্পানির প্রতিনিধি গ্রেপ্তার
গত ১২ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে লবণচরা থানার বান্দাবাজার এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তিনজন সোর্সসহ ইয়াবা বিক্রেতাদের আটকের অভিযানে যায়। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে অবস্থান নেয়া ইয়াবা বিক্রেতা চক্রের সদস্যরা বাহিনীর ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে একজন এএসআই ও দুজন সোর্স গুরুতর আহত হন।
আরও পড়ুন: সাতক্ষীরায় ইজিবাইক ‘ছিনতাই চক্রের’ ৯ সদস্য গ্রেপ্তার
গোয়েন্দা পুলিশের অন্য সদস্যরা পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোর্স শফিকুলকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ১৩ জানুয়ারি লবণচরা থানায় একটি হত্যা মামলাসহ দুটি পৃথক মামলা দায়ের করা হয়।