গ্রেপ্তারকৃতরা বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এর আগে বুধবার তাদের গাজীপুর জেলার টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মহেশ্বরপাশা খৃষ্টানপাড়া এলাকার নলিনি হালদারের ছেলে তপন হালদার, মহেশ্বর পাশা সেনপাড়া এলাকার মৃত সিদ্দিক সর্দারের ছেলে হাসান ও খানজাহান আলী থানার যোগীপোল এলাকার মোশারেফ ফকিরের ছেলে জাকির ফকির।
সাতক্ষীরায় সৎ মেয়েকে ‘ধর্ষণের’ অভিযোগে গ্রেপ্তার ১
আদালত সূত্র জানায়, গত ২৫ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে ইসলামী ব্যাংক গাজীরহাট দিঘলিয়ার এজেন্ট মামুন ইসলামী ব্যাংক দৌলতপুর শাখা থেকে আট লাখ টাকা উত্তোলন করেন। ওই সময় ক্যাশ কাউন্টার থেকে তিনি এজেন্ট ব্যাংকিংয়ের একাউন্ট ওপেনিং ডেস্কে পুরণকৃত ফর্মে স্বাক্ষর করার সময় অজ্ঞাত ব্যক্তি তার পায়ের কাছ থেকে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। তিনি বিষয়টি ব্যাংক কর্মকর্তা ও ইসলামী ব্যাংক আউটলেট মালিককে জানান। এরপর আউটলেট মালিক দৌলতপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা দায়ের করেন। ওই ঘটনায় পুলিশ ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা নিরীক্ষা করে সংঘবদ্ধ চোরদের শনাক্ত করে।
বিদেশে পাঠানোর কথা বলে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ২
গত বুধবার পুলিশ মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে ঢাকার গাজীপুর জেলার টঙ্গীর পশ্চিম থানা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযানের সময় সংঘবদ্ধ দলের দু’জন পালিয়ে যায়। পুলিশ তাদের কাছ থেকে চুরি হওয়া টাকার মধ্যে চার লাখ ২০ হাজার টাকা উদ্ধার করে। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতরা খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ও সারওয়ার আহমেদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
লেখক মুশতাককে নিয়ে পোস্ট: খুলনায় গ্রেপ্তার ১