অভিযান চালিয়ে সোমবার মধ্যরাতে তাদের আটক করা হয়। পরে দুই মামলায় তাদের জেলহাজতে পাঠানো হয়।
আরও পড়ুন: ২০২০ সালে ৭৩৮ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ: বিজিবি
তারা হলেন চট্টগ্রামের জোয়ারগঞ্জ থানার বরাইয়া গ্রামের মুন্সি মোস্তফার ছেলে রুহুল আমিন ভুইয়া, রাঙামাটির নানিয়ারচর থানার ইসলামপুর গ্রামের আলী আকবর হাওলাদারের ছেলে আব্দুস সোবাহান ও খুলনার দাকোপ থানার কৈলাশগঞ্জ ইউনিয়নের রামনগর উত্তরপাড়া গ্রামের জিতেন্দ্রনাথ রায়ের ছেলে কুমারেশ রায়।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলীর নেতৃত্বে একদল পুলিশ সদস্য উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের রামনগর গ্রামে অভিযান চালায়। এ সময় গ্রামের পাকা রাস্তার ওপর থেকে হাতেনাতে সাড়ে চার কেজি হরিণের মাংস ও মোচা আকৃতির একটি সীমানা পিলারসহ তিনজনকে আটক করা হয়।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে গত বছর ১২০ কোটি টাকার মাদক, অস্ত্র ও সোনা জব্দ
পুলিশ জানায়, আসামিরা একটি পলিথিনের ব্যাগে মোড়ানো হরিণের কাঁচা মাংস ও পিলার নিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় আটক হন। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিয়ন্ত্রণ এবং বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জে দুটি পিস্তল, ১১ রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিনসহ একজনকে আটক করেছে র্যাব।
আরও পড়ুন: কারাগারে মাদক সরবরাহ বন্ধে কারা কর্তৃপক্ষকে ৮ দফা নির্দেশনা
আটক শফিকুল ইসলাম কালু (৩৯) ভোলাহাট উপজেলার জামবাড়িয়া দুর্গাপুর এলাকার মনতাজ আলীর ছেলে।
র্যাব-৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল সোমবার রাতে শিবগঞ্জ উপজেলার কানসাট শ্মশানঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ অবৈধ অস্ত্র ব্যবসায়ী শফিকুলকে আটক করা হয়।
আরও পড়ুন: ৪ কেজি ১৮৫ গ্রাম হেরোইনসহ রাজশাহীতে আটক ২
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাকে আটকের ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।